তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কাটাগাড়ি আঞ্চলিক সড়কের সেতুর পাটাতনের কিছুটা অংশ ভেঙে চলাচল বিঘ্নিত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা সেখানে লাল নিশান পুঁতে দিয়েছেন।
সোমবার দেখা গেছে, সিমেন্টের পলেস্তারা উঠে লোহার রড বেড়িয়ে পড়েছে। সেতু এলাকার দোকানি আব্দুল মান্নান, আশরাফুল, আলহাজ, রেজাউল ও মনিরুল ইসলাম বলেন, তাড়াশ-কাটাগাড়ি আঞ্চলিক সড়কটি বেশ গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা এড়াতে ভাঙা অংশে লাল কাপড়ের বিপদসংকেত দিয়ে রাখা হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, ‘আপাতত সেতুটির ভাঙা স্থান ইমার্জেন্সি রিপায়ার করা হবে। পরে স্থায়ীভাবে সংস্কার করে দেওয়া হবে।
নদী বন্দর / এমকে