পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদ ও সরকারি ছুটি সমন্বয় করে বাংলাদেশের হাকিমপুর হিলি ও ভারতের ব্যবসায়ী সংগঠন হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের মধ্যে আলোচনা করে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য আগামী ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে আগামী ২৫ জুলাই থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
তবে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার অব্যাহত থাকবে
এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সরকার ঘোষিত ঈদের ছুটি ব্যতীত হিলি স্থলবন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু থাকবে।
নদী বন্দর / বিএফ