সাতক্ষীরায় নবজাতক এক কন্যাসন্তানকে ব্রিজের ওপর থেকে ফেলে দিয়েছেন কে বা কারা। ফেলে দেয়ার পরও বেঁচেছিল শিশুটি। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনকরকাটি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে নদীর চরে একটি শিশুকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। শিশুটি তখনও জীবিত ছিল। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। তিনি শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন রশিদ বলেন, ব্রিজের ওপর থেকে নবজাতকটিকে কে বা কারা ফেলে দিয়েছেন তা জানা যায়নি। তবে যে বা যারা ফেলে দিয়েছিলেন তারা ভেবেছিলেন শিশুটি মারা গেছে। তবে ভাগ্যক্রমে শিশুটি তখনও জীবিত ছিল। তবে মাথায় গুরুতর আঘাত ছিল। বেলা ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এই কাজ করেছে সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
নদী বন্দর / বিএফ