জাতীয় পার্টিতে চলমান ‘গৃহবিবাদ’ নিয়ে অবশেষে মুখ খুলেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ বুধবার (১৪ জুলাই) ‘নতুন জাতীয় পার্টির’ ঘোষণা করেন। এই সংগঠনে তিনি চাচা জিএম কাদেরকে বাদ দিয়ে রওশন এরশাদকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন।
হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ উদ্বোধন করেন জিএম কাদের।
অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘সুস্থ ও স্বাভাবিক নয় এমন এক শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না। একটি রাজনৈতিক দল গঠন করতে আইন ও বিভিন্ন নীতিমালা রয়েছে।’
গণামাধ্যমের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশান এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে চেয়ারম্যান ঘোষণা, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা বিবেচনা করা উচিত ছিল। নিউজ প্রকাশ ও প্রচারের আগে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে অবশ্যই কথা বলা উচিত ছিল গণমাধ্যমের।’
কাদের ইন্ধনে এসব বিষয় ঘটছে জানতে চাইলে জাপা চেয়ারম্যান বলেন, ‘গণমাধ্যমের উচিত বিষয়টি খতিয়ে দেখা।’
তিনি আরও বলেন, ‘গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, চেয়ারম্যান হওয়ার কোন ইচ্ছেই নেই তার। দক্ষতার সঙ্গে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেছেন বেগম রওশন এরশাদ।’
বুধবার এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিদিশা সিদ্দিকীকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদ পুত্র এরিক এরশাদ। এছাড়া ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করেন তিনি।
এরিক বলেন, ‘আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রাতের আঁধারে আমার চাচা জিএম কাদের বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছেন, আমরা তাকে মানি না।’
রাতেই জি এম কাদেরের প্রেস সেক্রেটারির সই করা এক পত্রে জানানো হয়, ‘জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন।’
প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, ‘সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের সঙ্গে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন রওশন এরশাদ।’
নদী বন্দর / সিএফ