ঈদুল আজহা উৎযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ১৯ জুলাই থেকে টানা ছয় দিন আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ। তবে ঈদের ছুটিতে সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের অফিস কার্যক্রম চলবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত নোটিশে বন্ধের বিষয়টি জানানো হয়। তিনি ওই নোটিশে জানান, আগামী ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে এবং ২৫ জুলাই যথারিতি সকল কার্যক্রম আবার চালু হবে।
হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক অশিত স্যানাল বলেন, ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের সব কার্যক্রম চালু থাকবে।
নদী বন্দর / পিকে