গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। এসময়ে ৪৮ হাজার বিভিন্ন ধরনের যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে পৌনে তিন কোটি টাকা।
মঙ্গলবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।
তিনি বলেন, ‘সোমবার সকাল ৬টা হতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ ৪৮ হাজার ৪২৩টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে সেতুর টোলপ্লাজায় টোল আদায় হয়েছে দুই কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ৩২ হাজার ৫৩১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৪৬০ টাকা এবং সেতুর পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৮৯২টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ১১ লাখ ৩১ হাজার ৪৯০ টাকা।’
প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘গত কয়েকদিনের চেয়ে বঙ্গবন্ধু সেতুতে আজ পরিবহন পারাপারের সংখ্যা বেশি ছিল। পরিবহনের সংখ্যা বেশি থাকলেও টোল আদায় কম হয়েছে।’
উল্লেখ, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।
নদী বন্দর / জিকে