কুড়িগ্রামে ধরলা নদীতে বড়শি ফেলে ১৮ কেজি ওজনের এক কাতল মাছ ধরেছেন মামুনুর রশীদ নামের এক যুবক।
বুধবার (৪ আগস্ট) সকালে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা এলাকায় ধরলা নদীতে স্থানীয় ওই যুবকের বড়শিতে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, পাঁচগাছী ইউনিয়নের কদমতলা এলাকার মামুনুর রশীদ, মাসুদ রানা ও আতিকুর শখের বসে নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর একপর্যায়ে মামুনুর রশীদের বড়শিতে ১৮ কেজি ওজনের বিশাল আকৃতির কাতলটি ধরা পড়ে। পরে প্রায় ৩-৪ ঘণ্টা চেষ্টার পর মাছটি ডাঙায় তোলেন। বিশাল আকৃতির কাতলটি স্থানীয়রা এক হাজার টাকা কেজি দরে কিনে ভাগ করে নেন।
মামুনুর রশীদ বলেন, প্রতিবছরই কয়েকজন মিলে ধরলায় বড়শি দিয়ে মাছ ধরি। তবে এই প্রথম এতো বড় মাছ আমার বড়শিতে ধরা পড়ল। মাছটি নদী থেকে আনার পরপরই এলাকার কিছু মানুষ তাৎক্ষণিক এক হাজার টাকা কেজি দরে মাছটি কিনে ভাগ করে নিয়েছেন।
কুড়িগ্রামের মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, ধরলায় এতো বড় মাছ আগে ধরা পড়েছে কিনা জানা নেই। তবে তিস্তা ও ব্রহ্মপুত্র নদে এরচেয়েও বড় মাছ ধরা পড়েছে।