ঢাকায় পুলিশ হেফাজতে মৃত লিটন প্রামাণিক নামে এক ট্রাকচালকের মরদেহ নিয়ে বগুড়া-রংপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করেছে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
বুধবার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বগুড়া শহরের ভবের বাজার এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। মারা যাওয়া ট্রাক চালক বগুড়া কাহালু উপজেলার বাসিন্দা।
আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের অভিযোগ, পুলিশ হেফাজতে নির্যাতন করে লিটনকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তাদের দাবি, লিটন ট্রাকে করে ৩০ জুলাই চট্টগ্রাম থেকে চাল নিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় সরকারি গুদামের উদ্দেশে রওনা হন। পথে ঢাকা উত্তরা পূর্ব থানা এলাকায় তিনি ট্রাকটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে একটি দোকানে যান। সেখান থেকে র্যাব সদস্যরা তাকে আটক করে ঢাকার উত্তরা পূর্ব থানায় সোপর্দ করেন। ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত লিটনকে থানায় আটক রাখা হয়। সেখানে তাকে নির্যাতন করে হত্যা করা হয়। পরে হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে অপপ্রচার চালানো হয়।
চালকের মৃত্যুকে ‘হত্যা’ উল্লেখ করে আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আব্দুল মান্নান মন্ডল বলেন, ‘জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে আগামী ৭ আগস্টের পর দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। এতে পরিবহন সেক্টরে অচলাবস্থার সৃষ্টি হলে দায়-দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।’
এ সময় আরও বক্তব্য দেন- জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, কার্যকরী সভাপতি রাসেল মন্ডল, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শ্রমিক নেতা আব্দুস সোবহান প্রমুখ।
নদী বন্দর / জিকে