সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাড়ে ১১টা আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ট্যানারি ফাঁড়ি ও আশপাশে আট ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে বেলা সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে সময় লেগেছে। আমরা সাধ্যমতো চেষ্টা করেছিলাম যাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণ আনা যায়। সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।