পটুয়াখালীর কুয়াকাটায় খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (১৬ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কুয়াকাটা পৌরসভায় মেয়র বাজারের পাশে নবীনপুর সরকারি খাল দখল করে রাতের আঁধারে প্রায় ১৫-২০টি পাকা স্থাপনা নির্মাণ করেছিল আড়তপট্টির বেশ কয়েকজন আড়তদার। খালের অর্ধেক দখল করে আরসিসি পিলার দিয়ে পাকা স্থাপনা গড়েছিলেন তারা।
খবর পেয়ে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে ওই অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
জগৎবন্ধু মন্ডল জানান, উপজেলায় অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে। সরকারি খালের স্রোত কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। এখানে আজকে ১৫-২০টি স্থাপনা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ভেঙে ফেলা হয়েছে। আর অবৈধ স্থাপনার ওপর আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
নদী বন্দর / বিএফ