1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
কুয়াকাটায় খালের ওপর গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ - Nadibandar.com
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২০৭ বার পঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (১৬ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কুয়াকাটা পৌরসভায় মেয়র বাজারের পাশে নবীনপুর সরকারি খাল দখল করে রাতের আঁধারে প্রায় ১৫-২০টি পাকা স্থাপনা নির্মাণ করেছিল আড়তপট্টির বেশ কয়েকজন আড়তদার। খালের অর্ধেক দখল করে আরসিসি পিলার দিয়ে পাকা স্থাপনা গড়েছিলেন তারা।

jagonews24

খবর পেয়ে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে ওই অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

jagonews24

জগৎবন্ধু মন্ডল জানান, উপজেলায় অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে। সরকারি খালের স্রোত কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। এখানে আজকে ১৫-২০টি স্থাপনা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ভেঙে ফেলা হয়েছে। আর অবৈধ স্থাপনার ওপর আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com