বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা।
জানা গেছে, হালদার সুরক্ষায় সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছে। এরপরও অসাধু চক্র হালদা নদী থেকে মা মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীববৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম পরিচালনা করে।
মঙ্গলবারও একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ জাল বসিয়ে মাছ শিকার করছে- এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও পাঁচ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘আজ (মঙ্গলবার) নদীর নয়াহাট থেকে হালদার মুখ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। অভিযানে নৌপুলিশ, আইডিএফ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।’
নদী বন্দর / পিকে