দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে সাগরকন্যা কুয়াকাটায়। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র সৈকতে খুব একটা ভিড় দেখা না গেলেও কিছু দূর পরপরই দেখা মিলছে পর্যটকদের।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) কুয়াকাটা সমুদ্র সৈকত ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, অনেক পর্যটক কুয়াকাটা পৌঁছালেও আবহাওয়া খারাপ থাকায় সমুদ্রে নামতে পারছেন না। অনেকে আবার এই আবহাওয়াতেই উপভোগ করছেন সামুদ্রিক সৌন্দর্য। বৃষ্টিতে ভিজেই সমুদ্রে গোসল করছেন অনেকে।
গৌরনদী থেকে আসা পর্যটক শাহিন বলেন, ‘আগে থেকেই কুয়াকাটা ভ্রমণের জন্য সব ধরনের প্রস্ততি নেয়া ছিল। আজ সকালে কুয়াকাটা সৈকতে পৌঁছেছি। এসেই পড়েছি বৈরী আবহাওয়ার মধ্যে। তবে সমুদ্রের রুদ্র মূর্তি, উত্তাল ঢেউ দেখে ভয়ের চেয়ে বেশি ভালো লাগা কাজ করছে।’
এদিকে আবাসিক হোটেল-মোটেল কর্তৃক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আবাসিক হোটেলগুলোতে ৫০ শতাংশ রুম বুকিংয়ের অনুমতি রয়েছে। কিন্তু এখনো সেই পরিমাণ বুকিং হয়নি।
আবাসিক হোটেল খেপুপাড়ার জেনারেল ম্যানেজার আব্বাস বলেন, ‘হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াও খারাপ। তারপরও কিছু বুকিং পাচ্ছি। তবে ধীরে ধীরে পর্যটক বাড়বে আশা করছি।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ বদরুল আলম জানান, বৈরী আবহাওয়ার মধ্যেই অনেক পর্যটক সমুদ্রে গোসল করতে নামছেন। নিরাপত্তার স্বার্থে মাইকিং করে জোয়ারের সময় সমুদ্রে গোসল না করতে এবং সবাইকে শতভাগ স্বাস্থ্যবিধি মানতে বলা হচ্ছে।