ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মহিউদ্দীন আহমেদকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পূর্ব বিভাগে ও গোয়েন্দা-মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে সহকারী পুলিশ কমিশনার গুলশান বিভাগে বদলি করা হয়।
নদী বন্দর / এমকে