1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাজবাড়ীতে পানিবন্দি সাড়ে ৭ হাজার পরিবার - Nadibandar.com
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার জাতীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্ত: নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের এবার রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহতদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন ‘একটু বলেন আমার মেয়ে কোথায় আছে’, সন্তানের খোঁজে মা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্নে ২ মরদেহ, নারী ও শিশুসহ ৫০ জন চিকিৎসাধীন সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক মারা গেছেন বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের সহায়তার নির্দেশ
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১৫০ বার পঠিত

গত এক সপ্তাহ ধরে রাজবাড়ীতে বাড়ছে পদ্মার পানি। এতে জেলার ১১টি ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় সাড়ে ৭ হাজার পরিবার পানিবন্দি। ফলে বিশুদ্ধ খাবার পানি ও রান্না-বান্না নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক এ তথ্য জানান।

jagonews24

খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ীর পদ্মা নদীর তীরবর্তী অংশে রয়েছে চারটি উপজেলা। প্রতিবছর নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত হয় এসব উপজেলার নিম্নাঞ্চল। এবছর পাংশার হাবাসপুর, বাহাদুরপুর, কালুখালীর কালিকাপুর, রতনদিয়া, রাজবাড়ী সদরের চন্দনী, খানগঞ্জ, মিজানপুর, বরাট, গোয়ালন্দের দেবগ্রাম ও দৌলতদিয়া এবং গড়াই নদীর পানি বৃদ্ধিতে বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পদ্মার পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাংশার সেনগ্রাম পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার ওপরে রয়েছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর গেজ স্টেশনের পয়েন্টে পদ্মার পানি।

jagonews24

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, রোববার পর্যন্ত জেলায় ৭ হাজার ৫১৫টি পরিবার পানিবন্দি হয়েছে। এরমধ্যে রাজবাড়ী সদরে ১১০০টি, পাংশায় ১২৩০টি, গোয়ালন্দে ১৯৫০টি, কালুখালীতে ৩২০০টি ও বালিয়াকান্দিতে ৩৫টি পরিবার পানিবন্দি। তাদের জন্য ৭৩ দশমিক ২৫ মেট্রিকটন চাল, নগদ ৬৭ হাজার টাকা ও ৩৩৩-নম্বরের জন্য বরাদ্দ রয়েছে ৪৯ লাখ ৭৫ হাজার টাকা।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com