ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের বিল তামারহাজী গ্রামের একটি রাস্তায় ৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ভারি বৃষ্টি আর বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের দুর্ভোগের শেষ নেই।
সরেজমিনে দেখা যায়, পরমেশ্বর্দী ইউনিয়নে তামারহাজী পাকা সড়ক থেকে বিলতামারহাজী গ্রাম পর্যন্ত প্রায় সোয়া কিলোমিটার দৈর্ঘ্য এই রাস্তাটি। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকলেও এখন পর্যন্ত পাকা করার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ওই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ হাঁটু পর্যন্ত কাদার মধ্যেই চলাচল করছেন। রাস্তার কিছু অংশে ধানের চারা লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুব্ধ গ্রামবাসী।
সুবল চন্দ্র, রাধা কৃষ্ণ, মসলেম উদ্দিন, সানবি তুষার, মানিকসহ স্থানীয় কয়েকজন বলেন, আমরা শৈশব থেকেই রাস্তার এই বেহাল দশা দেখে আসছি। বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান কাদা হয়। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তাটি উন্নয়নের প্রতিশ্রতি দেন। নির্বাচন শেষে আর খোঁজ থাকে না।
এ ব্যাপারে পরমেশ্বর্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল বলেন, উপজেলা এলজিআরডি (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়) অফিস থেকে এ সংক্রান্ত একটি ফাইল হেড অফিসে চিফ ইঞ্জিনিয়ার বরাবর পাঠানো হয়েছে। রাস্তাটি দ্রুত পাকা করা হবে।
বোয়ালমারী উপজেলা প্রকৌশলী কে এম রফিকুল ইসলাম জানান, রাস্তাটি পাকাকরণের বিষয়টি প্রক্রিয়াধীন।