সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা মঙ্গলবার (৩১ আগষ্ট) রাত ১০ টার দিকে কলারোয়া উপজেলার ব্রজবাকসা এলাকা থেকে ১০ টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে।
আটককৃতের নাম মনিরুল ইসলাম (৫০)। সে সাতক্ষীরা সদর উপজেলার ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
৩৩ বিজিবি সূত্রে জানা যায়, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের অপস্ অফিসার মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল মঙ্গলবার রাতে সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ০৫ কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাকসা বাজার এলাকায় অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।
এ সময় তার দেহ তল্লাশিকালে (তার প্যান্টের কোমরে বিশেষভাবে সেলাই করে জড়িয়ে রাখা অবস্থায় ১০ টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১ কেজি ১৬৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ৭৩,০০,০০০/- (তিয়াত্তর লক্ষ) টাকা।
সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আল- মাহমুদ পিএসসি আসামীসহ স্বর্ণ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
নদী বন্দর / সিএফ