রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের পাশে একটি নির্মাণাধীন ২০তলা ভবনের ১৫তলা থেকে পড়ে শহিদুল ইসলাম মোল্লা ওরফে জনি (২৪) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া একটার দিকে মৃত ঘোষণা করেন।
ওই ভবনের সুপারভাইজার আল ইমরান জানান, রাজারবাগ পুলিশ লাইন টেলিকমের পাশে একটি নির্মাণাধীন বহুতল ভবনের ১৫তলায় বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন জনি। এক সময় তিনি অসাবধানতাবশত নিচে পড়ে যান। দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের ফুফাতো ভাই হৃদয় জানান, জনির গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। তার বাবার নাম নজরুল ইসলাম মোল্লা। তিনি নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নদী বন্দর / পিকে