মৌলভীবাজারে শরতকালে দেখা মিললো শীতের কুয়াশার। সকালটা পুরো ঢাকা ছিল ঘন কুয়াশার চাদরে। আবহাওয়া বিভাগ বলছে, প্রাকৃতিকভাবে মাঝে মাঝে এমন হতেই পারে।
বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার বিভিন্ন মাঠ, ফসলের ক্ষেত, পথ-ঘাটে দেখা যায় ঘন কুয়াশা।
রাজনগর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ বলেন, ‘সকালে হাটতে বের হয়ে দেখি শীতকালের মত কুয়াশা নেমেছে। তবে এসময় খুব গরম অনুভূত হয়েছে। মনে হয়েছে তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেছে।’
রাজনগর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘এ ধরনের অবস্থা জলবায়ু পরিবর্তনের বড় লক্ষণ।’
শ্রীমঙ্গল শহরতলীর বাসিন্দা ইকবাল আহমদ জানান, ‘ঘুম থেকে উঠে দেখি ঘন কুয়াশা। কিন্তু এ সময় অতিরিক্ত গরম লেগেছে।’
শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, হঠাৎ করে আকাশের নিম্নস্তর থেকে মেঘ কমে যাওয়ায় প্রাকৃতিকভাবে কুয়াশা নেমেছে। প্রকৃতিতে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এ মাসেই জেলায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নদী বন্দর / সিএফ