ভোলার জেলা ও দায়রা জজ ড. এ.বি.এম মাহামুদুল হকের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে আদালতের সামনে কর্মসূচিতে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
এ সময় সেরেস্তাদার আকরাম আলী, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ভোলার আহ্বায়ক মীর ইকবাল, সদস্য সচিব সাইফুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী আবিদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা দায়রা জজ ড. এ.বি.এম মাহামুদুল হক ভোলায় যোগদানের পর থেকে সততা, দক্ষতার সঙ্গে বিচার কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বিচারক সুলভ মনোভাব প্রয়োগ, সঠিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বিচারক-আইনজীবী, আদালতের কর্মচারী ও জনগণের আস্থা অর্জন করেছেন।
তিনি জরাজীর্ণ আদালত চত্বরকে অত্যাধুনিক ও জনবান্ধব হিসেবে তৈরি করেন। আদালতের পুকুরঘাট সংস্কার, খেলার মাঠসহ ক্রীড়া কমপ্লেক্স, গাড়ির গ্যারেজ, অত্যাধুনিক কনফারেন্স রুম, দৃষ্টিনন্দন জজেজ কোয়ার্টার নির্মাণসহ অনেক উন্নয়নমূলক কাজ করেন। তার অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ বাতিল করে পুনর্বহালের দাবিতে করেন তারা।
নদী বন্দর / পিকে