জোয়ারের পানিতে পটুয়াখালী শহরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় জোয়ার শুরুর পর থেকেই শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হতে থাকে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, শহরের মহিলা কলেজ রোড, পোস্ট অফিস সড়ক, নবাব পাড়া, নিউ মার্কেট, এসডিও সড়কসহ অনেক স্থান জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
পটুয়াখালী পোস্ট অফিস সড়কের ব্যবসায়ী আরাফাত জানান, আমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের পানিতে প্রতিদিন আড়াই থেকে তিন ঘণ্টা পানি জমে থাকে। এ সময়ে ব্যবসা বাণিজ্য করতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। জোয়ার শুরুর সময় ১০-১২ ইঞ্চি পানি উঠে যায়।
পটুয়াখালী পৌর মেয়র মো. মহিউদ্দিন আহমেদ জানান, পটুয়াখালী শহর রক্ষা বাঁধ নির্মাণ হলেও জোয়ারের পানিতে শহর প্লাবিত হয়। সমস্যা সমাধানের পানি উন্নয়ন বোর্ড এবং পটুয়াখালী পৌরসভা সমন্বিতভাবে কাজ করছে। এছাড়া শহরে নদীর পাড় দিয়ে একটি মেরিন ড্রাইভ নির্মাণ প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। এগুলো বাস্তবায়ন হলে এ সমস্যা থাকবে না।