শীতের হাত থেকে রক্ষার জন্য রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে কুয়াশা থাকায় পঞ্চগড় শহরের সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে বইছে মাঝারী শৈত্যপ্রবাহ এবং বেশ কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠা-নামা করছে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
নদী বন্দর / পিকে