তারাগঞ্জে পেঁপের ভালো ফলন হয়েছে। হাট-বাজারে পেঁপের চাহিদা ও দাম ভালো থাকায় খুশি চাষিরা। উপজেলার খাঁরুভাজ নদীর তীরবর্তী এলাকায় প্রায় দুই একর জমিতে তাইওয়ান কিং জাতের হাইব্রিড পেঁপের চাষ করেছেন ইকরচালি ইউনিয়নের নদীরপাড় গ্রামের কৃষক আছাদুল হক।
তিনি জানান, গত বছর নিজস্ব ৩৫ শতক জমিতে পেঁপে চাষ করেন এবং ৫০ হাজার টাকা লাভ করেন। তাই তিনি এবারও পেঁপে চাষ করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাস্সুম জানান, পেঁপে অত্যন্ত সুস্বাদু ফল। বাড়ির আনাচে-কানাচে এবং ভিটেমাটির আইলে পেঁপে গাছ লাগানো যায়। এই চাষে চাষিদের উত্সাহ দেওয়া হচ্ছে।
নদী বন্দর / বিএফ