দূর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য মোংলা উপকুলীয় অঞ্চলের জেলেদের মাঝে লাইফ জ্যাকেট,লাইফ বয়া,রেডিও,টসলাইট ও কম্বল বিতরন করেছেন বাংলাদেশ কোস্টগার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা বেইস এ প্রায় ৩০ জেলে ও অসহায় লোকদের মাঝে এসব সামুগ্রী তাদের হাতে তুলেদেন সংস্থাটির মহাপরিচালক। এসময় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন শাজাহান সিরাজসহ সংস্থাটির উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়,মুজিব শতবর্ষ উপলক্ষে ধারাবাহিক বিতরনের অংশ হিসেবে বৃহস্পতিবার অসহায় বিভিন্ন পেশার নরী পুরুষ ও জেলেদের মাঝে এসব সামুগ্রী বিতরন হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বিতরন অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী কোন বক্তব্য রাখেননি এবং স্থানীয় সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তরও দেননি।।
নদী বন্দর / পিকে