বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর ইব্রাহিম আলি (৭৫) হত্যার সঙ্গে জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে সিআইডি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিআইডি বগুড়ার সহকারী পুলিশ সুপার হাসান শামীম ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- এবং কাহালু থানার বাখরা গ্রামের নিহত ইব্রাহিম আলীর দ্বিতীয় স্ত্রী মোর্শেদা খাতুন (৪৯) এবং তাদের ছেলে শওকত আলী (৩০)।
পুলিশ সুপার জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১৯ সালের ১৫ আগস্ট ভোররাতে কাহালু উপজেলার বাঁখড়া গ্রামের মৃত আলিম উদ্দিন আকন্দের ছেলে ইব্রাহিম আলিকে হত্যা করা হয়। নিহত ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী মোর্শেদা এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে শওকত আলীসহ অন্য আসামিরা পরিকল্পনা করে তাকে চেতনানাশক ওষুধ খাওয়ান। পরে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রীর ছেলে সারোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।
তিনি আরও জানান, আদালতের নির্দেশে ২০১৯ সালের ২৬ নভেম্বর মামলাটির তদন্তভার জেলা সিআইডিকে হস্তান্তর করা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার দুপুরের মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করে সিআইডি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।
নদী বন্দর / এমকে