ময়মনসিংহের ফুলপুরে পায়ের ওপর সাইকেল উঠিয়ে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে রায়হান মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২ অক্টোবর) দিনগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান রায়হান। শনিবার দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে পারতলা গ্রামে এ মারামারির ঘটনা ঘটে।
নিহত রায়হান মিয়া উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের ইন্নস আলীর ছেলে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গত শুক্রবার (১ অক্টোবর) বিকেলে পারতলা গ্রামের জিন্নত আলীর ছেলে আরাফাত (১০) একই গ্রামের মোরশেদ আলীর ছেলে তাসকিনের (৭) পায়ের ওপরে সাইকেলের চাকা উঠিয়ে দেয়। এ নিয়ে দুই পরিবারের কথাকাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেন স্থানীয়রা।
তিনি আরও জানান, পরদিন শনিবার দুপুরে আবারও এনিয়ে দুই পরিবারের দুই নারী সদস্যের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এসময় জিন্নত আলীর ভাতিজা রায়হানসহ দুপক্ষের চারজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রায়হানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকা নেয়ার সময় পথিমধ্যে রায়হানের মৃত্যু হয়।
ওসি জানান, শনিবার বিকেলে এ ঘটনায় দুই পক্ষের দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
নদী বন্দর / জিকে