সামান্য বৃষ্টিতেই তালিয়ে যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার। ময়লাযুক্ত পানিতে সয়লাব হয়ে যায় বাজার অলিগলি। এতে করে দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ীসহ বাজারে আসা সাধারণ মানুষকে।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, গৌরীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরপাড় ঘিরে গড়ে উঠেছে বড় ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, শপিংমলসহ বহু স্থাপনা। অপরিকল্পিত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ এলাকায় সব সময় পানি জমে থাকে। ফলে ওই সব এলাকা, মাছ বাজার, তরকারি বাজার, মাংস বাজার ও চাল বাজারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
গৌরীপুর বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বাজারে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ পোহাতে হয়।
বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি নোমান সরকার বলেন, জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। শিগগিরিই জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।