দিনাজপুরের হিলিতে ৮ জন মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করছেন ভ্রাম্যমান আদালত। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাশার শামীম জানান,বৃহস্পতিবার রাত ৩ টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও হিরোইন সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,দক্ষিন বাসুদেবপুর (চুরিপট্টি) এলাকার মৃত আজিম উদ্দিন এর ছেলে মোঃ আসিফ হোসেন (২০), মোঃ হোসেন আলীর ছেলে মোঃ এরশাদ আলী (২৯),পাঁচবিবির সোনাপুর গ্রামের আবু তাহের এর ছেলে মোঃ শাহিনুর ইসলাম (৩৫),দক্ষিন বাসুদেবপুর ক্যাম্পপট্টির মোঃ আনোয়ার শেখর ছেলে মোঃ আশিক শেখ (২২),মুহারা পাড়ার মৃত আকরাম শেখর মেয়ে মোছাঃ আকলিমা আক্তার আখি(২৩),দক্ষিণ
বাসুদেবপুর মিশনপাড়ার ভানু টপ্যর ছেলে বিনু টপ্য (২২), মজিবর রহমানের মেয়ে মোছাঃ নুপুর (২৬) ও মধ্য বাসুদেবপুরের মৃত কামরুজ্জামান স্ত্রী মোছাঃ মনোয়ারা বেওয়া (৩০) কে আটক করা হয়।
পরে উক্ত আসামীদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নিবাহী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট নুর-এ আলম ।
নদী বন্দর / পিকে