হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার মহাঅষ্টমিতে পৌরসভায় অবস্থিত পূজা মন্ডবগুলি পরিদর্শন করেছে হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। বুধবার রাতে পৌর সভায় অবস্থিত ৭ টি মন্দিরে পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন ,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মেয়র বলেন, বাঙালি হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন অপশক্তি পূজার পরিবেশ নষ্ট করার কোন সুযোগ নেই।
নদী বন্দর / পিকে