প্রথমবারের মতো সরকারি ভাবে দিনাজপুরের হিলিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই দিনটি উৎযাপন করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
বক্তব্য রাখেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আ: লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন মল্লিক.উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান,হিলি সিপি জামে মসজিদের পেশ ইমাম তৌহিদ ইলাহি,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল
ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন মসজিদের পেশ ইমামগনরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনীর নিয়ে বিভিন্ন আলোচনা করেন এবং আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
নদী বন্দর / জিকে