ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধ থাকার হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পর চালু হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এর আগে বুধবার (২০ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিনের জন্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করেছে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ঈদে মিলাদুন্ননবী উপলক্ষে বন্দরে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে কার্যক্রম চালু হয়েছে।
নদী বন্দর / পিকে