1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘সাম্প্রদায়িক হামলা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই’ - Nadibandar.com
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১১৪ বার পঠিত

দুর্গাপূজা চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে পূজামণ্ডপ ও হিন্দুদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

তিনি বলেছেন, আগে দূর্গোৎসবে কখনোই এমন হামলার ঘটনা ঘটেনি। এবার কেন ঘটছে, তা খতিয়ে দেখতে হবে। এ ষড়যন্ত্রের নেপথ্যে কারা জড়িত, তাও বের করতে হবে।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে উল্লেখ করে জিএম কাদের বলেন, জড়িতদের শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা আর ঘটবে না। দেশের মানুষ জানতে চায়- কে বা কারা হাজার বছরের সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত।

এসময় সাম্প্রদায়িক ষড়যন্ত্র ও হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করারও দাবি জানান তিনি।

সভায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও রনচন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. এনামুল হক জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টামন্ডলীর সদস্য সেলিম উদ্দিন ও ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান প্রমুখ।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com