ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে, এ সময়ে করোনায় কেউ মারা যাননি।
সোমবার (২৫ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের রাশিদা খাতুন (৫৫), মোজাম্মেল হক (৫৫), নান্দাইলের মইজউদ্দিন (৭০) ও গফরগাঁওয়ের মাহফুজা আক্তার (৬০)।
হাসপাতাল সূত্র জানায়, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৫৮ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৮০ জনের নমুনা পরীক্ষা কেউ করোনা শনাক্ত হননি।
নদী বন্দর / বিএফ