পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজনু মোল্লার ব্যক্তিগত মোটরসাইকেল চালক মাসুদ ব্যপারীকে (২৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে বড় বিঘাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনি সিকদারের বাড়ির কাছের রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহত ওই যুবক ৩নং ওয়ার্ডের আব্দুল লতিফ ব্যপারীর ছেলে।
বড় বিঘাই ইউনিয়ন চেয়ারম্যান এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজনু মোল্লা বলেন, গত রাতে আমরা পটুয়াখালী থেকে বড় বিঘাই আসি এবং মাসুদ রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছত্তার হাওলাদার এবং রাহাত মাঝিকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে আমাকে ফোন করে। এখন পুলিশের ওসিসহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত আছেন।
পটুয়াখালী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে। বিস্তারিত পরে বলা যাবে।
নদী বন্দর / জিকে