মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে বলে দাবি করছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৭ নভেম্বর) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৯ এর শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের কমান্ডার বসু দত্ত চাকমা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ভোরে মিরতিঙ্গা চা বাগানের পাহাড়ি এলাকায় র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় একদল দুর্বৃত্ত। এসময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
দুর্বৃত্তদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমরা পরিচয় নিশ্চিত হতে কাজ করছি। তবে কেউ কেউ বলছেন, এরা ক’দিন আগে ব্যবসায়ী নাজমুল হত্যা মামলার আসামি। আমরা পরিচয় যাচাই-বাছাই করে নিশ্চিত হবো। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নদী বন্দর / এমকে