জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃতীয় দিনের মতো জামালপুরের যমুনা সার কারখানা থেকে দেশের ২৩ জেলায় সার সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি ট্রাকচালক শ্রমিক ও মালিক ইউনিয়ন সার সরবরাহ কার্যক্রম বন্ধ রেখেছে।
ট্রাকচালক মো. খোকন ও অন্তর বলেন, হঠাৎ এভাবে তেলের দাম বাড়ানো ঠিক হয়নি। তিনদিন ধরে কাজ না থাকায় বসে আছি। পরিবার নিয়ে খুব কষ্টে দিন পার করতে হচ্ছে। হয় তেলের দাম কমানো হোক নয়তো ভাড়া বাড়ানো হোক।
তারাকান্দি শ্রমিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, তিনদিন ধরে কারখানাটি থেকে দেশের ২৩ জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। এভাবে চলতে থাকলে চলতি মৌসুমে সার সংকট দেখা দিতে পারে। তাই শিগগির সরকারের পক্ষ থেকে সমাধান আশা করছি।
জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির তারাকান্দি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম মানিক বলেন, এখনও ধর্মঘট প্রত্যাহার করা হয়নি। সারাদেশ যা করবে আমরাও তাই করবো, এটা কারও একার ধর্মঘট না।
নদী বন্দর / জিকে