দিনাজপুরের চিরিরবন্দরে পণ্যবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ ইসলাম (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আরও দুজন আহত হয়।
রোববার ( ৭ নভেম্বর) রাত সাড়ে ৯টায় জেলার উপজেলার কারেন্টহাটে কাকড়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র সৌরভ ইসলাম একই উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
দুর্ঘটনায় আহত হয়েছেন- কারেন্টহাট এলাকার ডা. আফছার আলীর স্ত্রী লাইজু বেগম (৪৫) ও ছেলে নাহিদ ইসলাম (১৭)।
সৌরভ ও নাহিদ চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী রাবেয়া বেগম রেসিডেন্সিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, রাতে মোটরসাইকেলে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে কারেন্টহাট কাকড়া সেতুর ওপরে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সৌরভের মৃত্যু হয়। স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকরা নাহিদকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। আহত লাইজুকে বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহত সৌরভের মরদেহ চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নদী বন্দর / এমকে