জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।
সোমবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে সংগঠনটি।
সমাবেশে বক্তারা বলেন, হঠাৎ করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আর তেলের দাম যে হারে বেড়েছে তার চেয়ে বেশি বেড়েছে ভাড়া। গ্যাসের দামও বাড়িয়েছে। এগুলো প্রত্যাহার করতে হবে।
তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যও মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। নিত্যপণ্যের দামও কমাতে হবে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান, সোহরাব হোসেন, মাহফুজুর রহমান খান, সিনিয়র সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান প্রমুখ।