1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আজই ভাসবে আমানত শাহ - Nadibandar.com
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৪৩ বার পঠিত

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটি উদ্ধারের পর এখন চলছে ভাসানোর কাজ। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল নাগাদ ফেরিটি পন্টুনে ভাসানোর লক্ষ্যে কাজ করছে জেনুইন এন্টারপ্রাইজ। ফেরির তলায় অন্তত ৫০টিরও বেশি ছিদ্র পাওয়া গেছে। সেখানে ওয়েল্ডিংয়ের কাজ করা হচ্ছে।

সোমবার (৮ নভেম্বর) আড়াই ঘণ্টা চেষ্টার পর জেনুইন এন্টারপ্রাইজের ৫টি উইন্স বার্জ ফেরিটি টেনে সোজা করে। এরপর থেকেই ইঞ্জিন রুমের পানি অপসারণ কাজ শুরু হয়।

মঙ্গলবার সকাল থেকে জেনুইন এন্টারপ্রাইজ কর্মীদের উদ্ধার হওয়া ফেরির বিভিন্ন স্থানে পাম্প বসিয়ে ইঞ্জিন রুমের পানি অপসারণ করতে দেখা গেছে। ওয়েল্ডিংয়ের কাজ করা হচ্ছে তলদেশের বিভিন্ন স্থানে।

জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান বলেন, অনেকেরই ধারণা ছিলো আমরা ফেরিটি উদ্ধার করতে পারবো না। কিন্তু আমাদের যে সেই সক্ষমতা আছে তা করে দেখিয়েছি। এজন্য আমরা খুবই খুশি।

তিনি জানান, ফেরির তলদেশে ৫০টিরও বেশি ছিদ্র পাওয়া গেছে যেখানে ওয়েল্ডিংয়ের কাজ করা হচ্ছে। আমাদের কাজ শেষের দিকে, ইনশাআল্লাহ আজকে ফেরিটি পন্টুনে ভাসিয়ে দেয়া হবে।

উদ্ধার কাজের তদারকির দায়িত্বে থাকা বিআইডব্লিউটিসির যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুল রহমান জানান, ফেরিটি উদ্ধারের পর ইঞ্জিন ও ডেকের রুম পরিষ্কার করা হচ্ছে। একইসঙ্গে একটি উইন্স বার্জ দিয়ে ফেরিটির পেছনের অংশ আরও উঁচু করা হচ্ছে। আশা করছি দিনের মধ্যে কাজ শেষ করা হবে। এরপর দুদিন পযর্বেক্ষণে রেখে ফেরিটি বিআইডব্লিউটিসির কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে যানবাহন নিয়ে আমানত শাহ নামের রো রো ফেরিটি একদিকে কাত হয়ে ডুবে যায়। পরে উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা দিয়ে যানবাহনগুলো উদ্ধার করা হয়।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com