রাজধানীর ২৬টি খাল ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
সোমবার (৪ জানুয়ারি) কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। ‘বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর বিষয়ে’ এই মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা ওয়াসা।
তাকসিম এ খান বলেন, একটি খালের বহুবিধ ব্যবহার থাকলেও ওয়াসার দায়িত্ব ছিল কেবল খালগুলো ব্যবহার করে পানি সরিয়ে দেয়া। ফলে খালগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি। এছাড়া এসব খাল রক্ষণাবেক্ষণ বা পরিষ্কারে ওয়াসার আলাদা বাজেট ছিল না। এখন ওই ২৬টি খালের দায়িত্ব সঠিক সংস্থার হাতে ন্যাস্ত হয়েছে।
তাকসিম এ খান বলেন, বৃষ্টির পানি অপসারণের দায়িত্ব ঢাকা ওয়াসার ছিল না। দেশের অন্যান্য শহরেও এই দায়িত্ব ওয়াসার কাছে নেই। সংশ্লিষ্ট সিটি করপোরেশনই দায়িত্বটি পালন করছে। কিন্তু ঢাকায় শুধু ব্যতিক্রম। ১৯৮৮ সালের এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগরীর বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা মিউনিসিপাল করপোরেশনের ওপর ন্যস্ত করার পরিবর্তে ঢাকা ওয়াসাকে দেয়া হয়েছিল।
তিনি বলেন, সম্প্রতি ওই ২৬টি খাল ওয়াসা থেকে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন ওয়াসা সব টেকনিক্যাল সাপোর্ট সিটি করপোরেশনকে দিয়ে দেবে।
নদী বন্দর / এমকে