1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আদিতমারীতে আ.লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬ - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৩৯ বার পঠিত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া আবলারবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, আবলারবাজার এলাকার বারঘড়িয়া গ্রামের নৌকার সমর্থক তমিজার রহমানের ছেলে আহসান হাবীব (১৯), একই গ্রামের মোটরসাইকেলের সমর্থক সাবেক চেয়ারম্যান শামছুল হকের ছেলে লিটন মিয়া (৩৩) ও তার ভাই মিলন মিয়া (৪৩), মহিষখোচা গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল ভুষকুড়া (২৫), সর্দাপাড়া গ্রামের খতিব উল্লার ছেলে আজিম (২০) ও একই গ্রামের জয়নাল খানের ছেলে সিরাজুল খাঁন (২৫)।

জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে আজ বৃহস্পতিবার। মহিষখোচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতাজ উদ্দিন। তিনি রাতে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আবলারবাজার এলাকায় পৌঁছালে নৌকা প্রতীকের সমর্থকরা তাকে আটক করে রাতে বাইরে আসার কারণ জানতে চান। এ সময় দুই প্রতীকের সমর্থকরা জড়ো হলে হট্টগোল বাধান।

একপর্যায়ে প্রার্থীকে আটকের খবর ছড়িয়ে পড়লে সমর্থরা ছুটে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নৌকা প্রতীকের একজনসহ উভয়পক্ষের ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে লিটন ও আহসান হাবীবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, নির্বাচনে দুপক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com