পটুয়াখালীর কুয়াকাটায় বিভিন্ন প্রজাতির সাতটি পাখি উদ্ধারের পর আকাশে ছেড়ে দিয়েছে বনবিভাগ। মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় খাঁচা থেকে পাখিগুলো অবমুক্ত করা হয়।
উপস্থিত বনবিভাগের দায়িত্বে থাকা মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খুলনা থেকে একটি চক্র অনলাইনে বিভিন্ন প্রজাতির ছয়টি পাখি পটুয়াখালীতে বিক্রি করে। পাখিগুলো গাড়িতে করে পটুয়াখালী পাঠালে পটুয়াখালী অ্যানিমেল লাভারস নামের একটি সংগঠনের সদস্যরা বনবিভাগের সহযোগিতায় এগুলো উদ্ধার করেন। পরে উন্মুক্ত করার জন্য পটুয়াখালী থেকে আমাদের রেঞ্জে পাঠানো হয়। বনবিভাগের কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে পাখিগুলো আকাশে অবমুক্ত করা হয়।
পাখিগুলোর মধ্যে একটি টিয়া, দুটি কালিম, একটি উত্তুরে খুনতি হাঁস, একটি টিকি হাঁস, দুটি ইউরোশিয়ো তিথি হাঁস। টিয়া পাখিটি কুয়াকাটার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়।
পটুয়াখালী বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন বলেন, যে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে সেগুলো বাংলাদেশে বলতে গেলে বিলুপ্তপ্রায়। ধারণা করা হচ্ছে এগুলো সুন্দরবন এলাকা থেকে ধরা হয়েছে।
নদী বন্দর / পিকে