নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে চার কন্যাসন্তান জন্ম দিয়েছেন লাভলী খাতুন (২৮) নামের এক গৃহবধূ। বুধবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বনপাড়া আমিনা প্রাইভেট হাসপাতালে ওই চার শিশুর জন্ম দেন তিনি।
লাভলী খাতুন উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া এলাকার কৃষক লিটন মিয়ার স্ত্রী।
লিটন মিয়া জানান, অস্ত্রোপচারের মাধ্যমে তাদের চার কন্যাসন্তানের জন্ম হয়। এদের মধ্যে তিনজন সুস্থ ও একজন মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। মৃত সন্তানের মাথা ও দুই হাত ছিল না।
লাভলী খাতুন বলেন, ‘একসঙ্গে চার সন্তান হওয়ায় আমি অনেক খুশি তবে আমরা অনেক গরিব মানুষ। সন্তানরা আমার কাছে পর্যাপ্ত বুকের দুধ পাবে না। বাজারে শিশুদুধের দামও অনেক বেশি। এছাড়া আমাদের সংসারে ১৫ ও সাত বছর বয়সী আরও এক ছেলে ও মেয়ে রয়েছে। এদের নিয়ে আমরা এখন দুশ্চিন্তায় রয়েছি। আমরা বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।’
আমিনা হাসপাতালের স্বত্বাধিকারী ডা. আনসারুল হক জানান, মা ও সন্তানরা সুস্থ আছেন।
নদী বন্দর / বিএফ