জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে রক্তাক্ত করেছে তার ছেলে ও নাতীরা। বাধা দিতে গেলে মাকেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনা ঘটে পটুয়াখালীর কলাপাড়ায়।
আহতরা হলেন- বিমল হাওলাদার ও উষা রানী। বর্তমানে বাবা-মা শরীরে যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।
এ ঘটনায় মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে কলাপাড়া থানায় অভিযোগ করেন বিমল হাওলাদারের ছোট ছেলে মধুসূদন হাওলাদার। মেঝ ছেলে গোবিন্দ হাওলাদারসহ চারজনের নামে এ অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাদে বিমল হাওলাদারকে পিটিয়ে জখম করে গোবিন্দ হাওলাদার ও তার ছেলেরা। এসময় মধুসূদন হাওলাদার ও তার মা উষা রানী বাধা দিলে তাদেরও পেটানো হয়।
কলাপাড়া থানার ওসি জমিস জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিমল হাওলাদার নামের ওই বৃদ্ধ এখন হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।