ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর সেই নিম্নচাপের প্রভাবে বরিশালে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. আনিসুর রহমান বলছেন, আগামীকাল বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। বিকেল থেকে আকাশ পরিষ্কার হতে থাকবে। বৃষ্টি থেমে যাওয়ার পর তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে। আর নদী তীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। মাসের মাঝামাঝি সময়ে একটি এবং শেষের দিকে আরেকটি শৈত্যপ্রবাহ সৃষ্টি হতে পারে।
তিনি জানান, ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। সঙ্গে হালকা বাতাস বইছে। সঞ্চালনশীল মেঘমালার কারণে বৃষ্টি হচ্ছে। গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত বরিশালে ১৪ দশমিক ২ মলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নদী বন্দর / পিকে