মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।এছাড়া আগামীকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) সরকারি ছুটি থাকায় বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
তিনি জানান, বৃহস্পতিবার ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে হিলি বন্দরের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বন্দরের কার্যক্রম যথা নিয়মে শুরু হবে।
নদী বন্দর / জিকে