দিনাজপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের পশ্চিম রামনগর আপন ঠিকানায় নিজের শোয়ার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
নিহত শ্রাবন্তী (১২) রামনগর আপন ঠিকানার ৯৯ নম্বর বাড়ির বাসিন্দা আব্দুল মালেক ও মোছা. সানু দম্পতির মেয়ে।
এলাকাবাসী জানান, কয়েকদিন ধরে শ্রাবন্তী মায়ের কাছে পোলাও খাওয়ার বায়না করে আসছিল। বাবা দরিদ্র ভ্যান চালক পোলায়ের চাল কিনে আনতে পারেননি। মঙ্গলবার শ্রাবন্তীর মা দোকানে পোলাওয়ের চাল কিনতে যান। এ সময় শ্রাবন্তী তার নিজের শোয়ার ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, পোলাও খেতে না পারায় মায়ের ওপর অভিমান করে শ্রাবন্তী এ ঘটনা ঘটিয়েছে।
নদী বন্দর / এমকে