ভারি তুষারপাতের কারণে জাপানে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়েছে। দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু অংশে তীব্র তুষারপাতের পর ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয় এয়ারলাইনস কর্তৃপক্ষ। সোমবার (২৭ ডিসেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এএনএ হোল্ডিংস তাদের ৭৯টি ফ্লাইট বাতিল করেছে। এতে পাঁচ হাজারের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এয়ারলাইনসটির অপারেশন ডিরেক্টর হিরোকি হায়াকাওয়া।
তাছাড়া জাপান এয়ারলাইনস কো (জেএএল) ৪৯টি ফ্লাইট বাতিল করেছে। যা দুই হাজার ৪৬০ জন যাত্রীকে সরাসরি প্রভাবিত করেছে। এয়ারলাইনসটির অপারেশন বিভাগের একজন প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশে দেশে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বড়দিনের উৎসবেও। বন্ধ হয়েছে শত শত ফ্লাইট। সবশেষ রোববার (২৬ ডিসেম্বর) বিশ্বব্যাপী ১৫০০ ফ্লাইট বাতিল হয়। উৎসবকে কেন্দ্র করে যাদের ভ্রমণ করার পরিকল্পনা ছিল বেশি বিপদে পড়েন তারা।
ফ্লাইটঅ্যায়র ডেটা ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বড়দিনের উৎসবকে কেন্দ্র করে রোববার পর্যন্ত পাঁচ হাজার ৯০০টি ফ্লাইট বাতিল হয়। ধারণা করা হচ্ছে চীন ও মার্কিন এয়ারলাইনসগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তবে জাপানে ওমিক্রনের জেরে ফ্লাইট বাতিল হয়নি। তীব্র তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হয়েছে। ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশটি এরই মধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। জাপানে এখন পর্যন্ত ২৩১ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।