যশোরের শার্শায় চাটনি ভেবে কীটনাশক খেয়ে চার শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
অসুস্থ চার শিশু হলো, শার্শা উপজেলার কাজীপাড়া গ্রামের কাজী শহিদুর জামান শিল্পীর ছেলে আজগার আলী (১০) ও মেয়ে কাজী স্নেহা (৮), জাবেরের ছেলে নাসির (৭) ও হামিম হোসেনের ছেলে তামিম ইকবাল (৫)।
আজগার আলীর চাচা মহিনুজ্জামান রাজন বলেন, ওই চার শিশু খেলতে খেলতে কাজীপাড়া মেনরোড ধরে যাওয়ার সময় পাশে পড়ে থাকা সিনজেন্টা কোম্পানির কীটনাশকের একটা ছোট্ট প্যাকেট পায়। চাটনি মনে করে খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রথমে উপজেলা (নাভারন) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
যশোরের নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বলেন, ২৪ ঘণ্টা না পার হলে কিছু বলা যাবে না। এ ঘটনায় ওই চার শিশুর পরিবারের মাঝে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নদী বন্দর / সিএফ