দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিরহাট ডিগ্রী কলেজ মাঠে সেনাবাহিনীর ভ্রাম্যমান টিম এলাকার গরীব-দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করে। আজ রোববার সকাল ১০টা থেকে দিন ব্যাপী এ চিকিৎসা দেয়া হয়।
ঘোড়াঘাট ডুগডুগিরহাট ডিগ্রী কলেজ মাঠে সেনাবাহিনীর বগুড়া ১৭ ই বেংগলের মেডিক্যাল টিম দিন ব্যাপী রুগীদের মেডিক্যাল চেকআপ করাসহ রোগ নির্নয় করার পর বিনামুল্যে ৫শ রুগীকে ঔষধ প্রদান করেন।
বগুড়া ১৭ই বেংগলের মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল সাহাদত শিকদারসহ কর্ণেল মোছাঃ তহমিনা আক্তার এর সার্বিক তত্বাবধনে থেকে এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। ৬ জন ডাক্তার দ্বারা চর্ম ও যৌন , গাইনী , কাডিওলজি , হার্ট ও বুকের চিকিৎসা করা হয় ।
নদী বন্দর / সিএফ