নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ গোদারাঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) সকালে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ যাওয়ার পথে লঞ্চের ধাক্কায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় নিখোঁজরা হলেন- আব্দুল্লাহ, মোতালিব, ছাব্বির, বিল্লাল হোসেন, জাসমিন আক্তার, তাসফিয়া, আব্দুল্লাহ ও মোয়াজ্জিন। বাকিদের নাম এখনও পাওয়া যায়নি।
সাঁতরিয়ে ওপরে ওঠা দ্বীন ইসলাম বলেন, ট্রলারে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে আসার পর হঠাৎ ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশার কারণে দেখা যাচ্ছিল না। ট্রলারটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন, আমরা ৯ জন নিখোঁজের তালিকা পেয়েছি। উদ্ধার কাজ চলছে।
নদী বন্দর / সিএফ